আমি একটি স্বতন্ত্র স্বত্ত্বা কিন্তু খাঁচা(দেহ) ছাড়া আমি অস্তিত্বহীন এবং পরাধীন। আমার অবস্থান যতক্ষণ খাঁচায়(দেহে) থাকবে ততক্ষণ উক্ত খাঁচার(দেহের) রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণরূপে আমার উপরই থাকবে। একটি যানবাহনের চালক যেমন ওটাকে সচল রাখার জন্য স্বাধীনভাবে নিয়মিত জ্বলানী সরবরাহ করেন, ওটার যত্ন নেন; আমিও ঠিক তদ্রুপ। আমি হলাম চালক আর দেহটা হচ্ছে আমার বাহন। এটাতে নিয়মিত জ্বালানী(খাদ্য) সরবরাহ করা, এর যথাযথ যত্ন নেয়া আমার ডিউটি এবং এ ডিউটি পালনের ক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে স্বাধীন। যদি বাইরে থেকে কেউ একজন বল প্রয়োগ করে আমাকে খাঁচা(দেহ) থেকে বের করে না দেয় তাহলে আমি অনন্তকাল এ খাঁচাতেই থাকবো। আর যদি কেউ বল প্রয়োগ করে আমাকে খাঁচা থেকে বের করে দেয় তাহলে আমি হবো সম্পূর্ণরূপে অস্তিত্ত্বহীন এবং পরাধীন, আর খাঁচা(দেহ)টি পঁচে গলে মাটিতে মিশে যাবে। পুনরায় বল প্রয়োগ করে কেউ যদি আমাকে নতুন কোন খাঁচার ভিতরে প্রবেশ না করান তাহলে আমি আর কখনোই স্বাধীনতার সুখ লাভ করতে পারবো না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *