বিদ্যালযে অধ্যায়ন করেছেন অথচ বিখ্যাত দার্শনিক ‘এরিস্টটল’এর নাম জানেন না, এমনটি অবিশ্বাস্য। মৃত্যু নিয়ে শিরোনামে বর্ণিত উক্তিটি বিখ্যাত দার্শনিক এরিস্টটল এর। পবিত্র কুরআন এর ভাষায, “কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত” অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে (সুরা আল ইমরান/১৮৫)। আমাদের বর্তমান ও অতীত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে, প্রাণীর জন্য মৃত্যু একটি নিশ্চিত বিষয়, কিন্তু কার মৃত্যু কখন হবে সেটা আমাদের কাছে অনিশ্চিত। কোন মানুষ যদি জানতে পারতো তার মৃত্যু কখন হবে, তাহলে সম্ভবত অনর্থক অর্থের পিছনে ছোটা-ছুটি না করে হয়তো স্বাভাবিক জীবন-যাপন করাই ছেড়ে দিত।

অন্য একজন মুসলিম মনীষি আলী ইবনে আবি তালিব(রাঃ) বলেছিলেন, “মানুষ বড়ই আশ্চার্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়। তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনো মরবে না; কিন্তু সে এমনভাবে মরে যেন সে কখনো জন্মায়ইনি”।

By admin

One thought on “সবাই জানে যে মৃত্যু আসন্ন, কিন্তু যেহেতু এটি কাছাকাছি নয়, তাই কেউ এটি নিয়ে ভাবে না”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *