প্রত্যেক সফল ব্যক্তির সাফল্যের পিছনে রয়েছে কারো না কারো অনুপ্রেরণার হাতছানি। আবার অনেকেই আছেন যারা সামান্য একটু উৎসাহ আর অনুপ্রেরণার অভাবে বারবার ব্যর্থ হয়ে হতাশার গ্লানি বয়ে বেড়ান। এসকল ব্যর্থদের উদ্দেশ্যে মহান ব্যক্তিত্ব ডেল কার্নেগী বলেছেন, “Develop success from failures. Discouragement and failure are two of the surest stepping stones to success”. অর্থাৎ “ব্যর্থতা থেকে সাফল্যের বিকাশ করুন। নিরুৎসাহ এবং ব্যর্থতা সাফল্যের দুটি নিশ্চিত সোপান”। রবি ঠাকুরের ভাষায, “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে”। হ্যাঁ, ডাক শুনে কেউ সাড়া না দিলে অবশ্যই একলা চলতে হবে।

উদ্দেশ্য যদি মহৎ হয়, সাফল্য আসবেই। বারবার ব্যর্থ হওয়ার কারণে নিরুৎসাহিত না হয়ে বরং আপন উদ্দীপনাকে আরও বেশী জাগ্রত করতে হবে। মনে রাখতে হবে, আঁধার যত ঘনিয়ে আসে, প্রভাত ততই কাছে আসে। ব্যর্থতাই সাফল্যের চাবি-কাঠি। পবিত্র কুরআন এর ভাষায়, “নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।[ইনশিরাহ্‌/৫-৮]”

কাজেই ব্যর্থতাকে ভয় নয়, শক্তিতে রূপান্তর করুন, আর আশা ভোঁসলের সুরে গেয়ে উঠুন, “তোল ছিন্ন বীনা বাঁধো নতুন তারে/ভরে নাও সুর গাও জীবনেরই জয় গান ………… যতই বড় হোক রাত্রি কালো/জানবে ততই কাছে ভোরেরও আলো ………..”। আর তাহলেই সাফল্য নিশ্চিত ধরা দেবে হাতের মুঠোয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *