শিক্ষক ক্লাশে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা কে, কী জান না, আমাকে প্রশ্ন করতে পারো। একথা শুনে এক শিক্ষার্থী দাঁড়িয়ে বললেন, স্যার, আমরা কী জানি না, আসলে আমরা তো সেটাই জানিনা, তাহলে কী জানতে চাইবো? সত্যিই এটাই আমাদের বাস্তবতা। সমাজের অধিকাংশ মানুষই সর্বদা সুখের সন্ধানে ছুটা-ছুটি করছেন? কিন্তু অধিকাংশ মানুষই জানেন না, সুখ জিনিসটা আসলে কী? বস্তুত: সুখ হচ্ছে মানব জীবনের এমন একটি অনুভূতি, যা মানুষ স্বেচ্ছায় নিজের অন্তরে জাগ্রত করে, অতঃপর শান্তি লাভ করে। বিখ্যাত দার্শনিক এরিস্টটল এর মতে, “সুখ হল জীবনের অর্থ এবং উদ্দেশ্য, মানুষের অস্তিত্বের সম্পূর্ণ লক্ষ্য এবং শেষ। আর সুখ আমাদের নিজেদের উপর নির্ভর করে।”
জীবনে সুখী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে সুখের পিছনে ছুটা-ছুটি না করা। কেননা, সুখ একটি আপেক্ষিক বিষয় যা ক্ষণস্থায়ী। তাই সুখের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা অসম্ভব। প্রকৃতপক্ষে যিনি নিজেকে অসুখী ভাবেন তিনি জানেনই না কেন তিনি অসুখী। যদিও কোন কিছুর অভাববোধ মানুষের মনে দুঃখের অনুভূতি জাগ্রত করে কিন্তু মানুষের এই অভাববোধটা আসলে সীমাহীন ফলে একটি অভাব পূরণ হয়ে গেলে আর একটি অভাব এর সূত্রপাত ঘটে। তাই সক্রেটিস বলেছিলেন, “একটা জিনিস শুধু আমি জানি, আর সেটা হল আমি কিছুই জানি না”। আর যিনি কিছুই জানেন না তার জন্য সুখের পিছনে ছুটা-ছুটি করারও কোন মানে হয় না।